Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানোরে ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির মৃত্যু


২৬ জুন ২০১৯ ২০:৪০

রাজশাহী: রাজশাহীর তানোর পৌরশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে (২৮) পৌর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌরসভার গোল্লাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

মৃত সুজন আলী তানোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি রায়চাঁন আক্কা মহল্লার সাজ্জাদ আলীর ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি হাসপাতালে লাশের কাছেই ব্যস্ত আছেন। পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

স্থানীয় লোকজন সাংবাদিকদের জানিয়েছে, সুজন গোল্লাপাড়া বাজারে ফলের দোকানদারি করতেন। স্থানীয় একটি আমবাগান বিক্রি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষর লোকজন সুজনকে ছুরিকাঘাত করে। আহত সুজনকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকেরা হলেন তানোর পৌর এলাকার মোহর গ্রামের আলমগীর হোসেন, তার ছেলে রাকিব ও রায়হান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসমত আরা জানান, সুজনের বুকে গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

সারাবাংলা/একে

ছাত্রলীগ ছুরিকাঘাত রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর