‘৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান তৈরি করবে সরকার’
২৬ জুন ২০১৯ ১৯:৩৩ | আপডেট: ২৬ জুন ২০১৯ ১৯:৫৫
সংসদ ভবন থেকে: দেশের বেকারত্ব দূর করে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২০) কৌশল ও লক্ষ্যমাত্রার ভিত্তিতে কর্মসংস্থান তৈরির জন্য কাজ করছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দেড় কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছি।
বুধবার (২৬ জুন) সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৩টায় দিনের কার্যসূচি শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উপায়ে মাঝারি ও চরম দারিদ্র্য নিরসনের সবচেয়ে ভালো উপায় হলো কর্মসংস্থান তৈরি ও প্রকৃত মজুরি প্রদান। এই লক্ষ্যে বেকার তরুণদের মানবসম্পদ হিসেবে উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছে।
তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের বিস্ময়
দেশি-বিদেশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকারের জনকল্যাণমূলক অর্থনৈতিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের কারণে দেশ এখন আশির দশকের তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের বিস্ময় হয়ে উঠেছে বণেল মন্তব্য করেছেন শেখ হাসিনা।
টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের সঙ্গে তুলনীয় এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত জনপদ।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা এমন পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছি যে পদ্মাসেতুর মত বিশাল প্রকল্পও নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করছি। পদ্মাসেতুসহ ১০টি মেগা প্রকল্প সরকার বাস্তবায়ন করছে। ২০৪১ সালে ১৬ হাজার মার্কিন ডলারের বেশি মাথাপিছু আয় নিয়ে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। সোনার বাংলায় ’দারিদ্র্য’ হবে সুদূর অতীতের কোনো ঘটনা।
চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন বেশি
বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নানের প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী সংসদে বলেন, নবম সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়ে নবায়নযোগ্য জ্বালানি ও ক্যাপটিভসহ ২১ হাজার ৬২৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুৎ খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় ১২ হাজার থেকে ১৩ হাজার মেগাওয়াট। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি থাকায় সারাদেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে গ্রীষ্মকালে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের সীমাবদ্ধতা, গ্যাস সরবরাহের অপ্রতুলতা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য মাঝে বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে।
ফাইল ছবি
সারাবাংলা/এএইচএইচ/এনআর/টিআর
কর্মসংস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সংসদ অধিবেশন