Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপাকে নিয়ে আর বেচাকেনা হবে না : জিএম কাদের


২৬ জুন ২০১৯ ১৯:১০

ঢাকা: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে আর বেচাকেনা চলবে না। ভবিষতে মনোনয়ন বাণিজ্যও করতে দেওয়া হবে না। কেউ এ অপচেষ্টা করতে চাইলে সবাইকে নিয়ে প্রতিরোধ করা হবে।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে চার দিনব্যাপী বিভাগীয় সাংগঠনিক সভার তৃতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন জাপার চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ‘বিগত নির্বাচনে পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। আমার মনে হয় নির্বাচনকালীন সময় যারা ছিলেন পরিস্থিতির কারণে তাদের কাজ করার যথেষ্ট সুযোগ ছিল না। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছিল। কথা দিচ্ছি, ভবিষ্যতে এই সুযোগ থাকবে না। আমরা সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। সামনে বিভিন্ন দল থেকে লোকজন আসবে, তাদের জায়গা দিতে হবে। তবে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হবে না। আপনারা মতামত দিলে এক নেতার একপদ নীতি ফলো করতে পারি।’

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি পারিবারিক পরিচয়ে দলের নেতৃত্ব দিতে চাই না। আপনারা না চাইলে আমি নেতৃত্ব দেব না। আমি চাই এই পার্টির মালিক হবেন আপনারা সকলে। আমি পার্টির সব কার্যক্রমে আপনাদের সম্পৃক্ত করতে চাই। আমি ক্ষমতার লোভী নই, অর্থলোভী নই। কাউকে দল বিক্রি করতে দেওয়া যাবে না। কেউ করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’

এদিকে সভার শুরুতে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘শৃঙ্খলার অভাবে আমরা ’৯৬ সাল থেকে ক্ষমতায় আসতে পারি নাই। এরশাদের সমর্থন না পেলে আওয়ামী লীগ ক্ষমতার চেহারা দেখতে পারত না। আমাদের সহযোগিতায় ক্ষমতায় এসে তারাই আমাদের সাথে দুর্ব্যবহার করে। কোনো জেলা বা উপজেলার নেতার ওপর যদি এরা হাত তোলে আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা গ্রহণ করব। ’

বিজ্ঞাপন

সভায় জাপার ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি জিয়াউল হক মৃধা বলেন, ‘গতবার আমি এমপি ছিলাম। এবার আমার বিরুদ্ধে ঘরে-বাইরে ষড়যন্ত্র হয়েছে। আমার আসনে কেন ভরাডুবি হলো তা তদন্ত করা হোক। ’

কক্সবাজার জেলা জাপার সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘এই ঘরোয়া সভায় সরকার বিরোধী বক্তব্য ও শ্লোগান দিলে হবে না, সংসদে বলুন। জাপাকে সত্যিকারের বিরোধীদল হিসেবে গড়ে তুলেন। ‘

নোয়াখালী সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন মিন্টু বলেন, ‘যাদের পুরো পরিবার অন্যদল করে তাদের কাউকে জেলা বা উপজেলার দায়িত্ব দেওয়া যাবে না। ‘

এসময় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান মেজবাহ, জহিরুল আলম রুবেল, নজরুল ইসলাম বাবর প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাতীয় পার্টি জিএম কাদের সাংগঠনিক সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর