Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরোয়ানা থাকলে ডিআইজি মিজান গ্রেফতার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


২৬ জুন ২০১৯ ১৬:০৬

ফাইল ছবি

ঢাকা: সুনির্দিষ্ট পরোয়ানা থাকলে পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আর তিনি যদি নিজেই আত্মসমর্পণ করেন তাহলে ভিন্ন কথা।’

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর ফার্মগেইটের কেআইবি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯’ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিআইজি মিজান দেশেই আছেন বলে জানি। তিনি দেশ ছেড়ে যাননি। আইন অনুযায়ী তার বিরুদ্ধে যা করা দরকার তাই করা হবে।’

ডিআইজি মিজান ও একজন দুদক কর্মকর্তাকে নিয়ে সংবাদ প্রকাশ করার জেরে দুজন সাংবাদিককে চিঠি দিয়ে ডেকেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তথ্য নেওয়ার জন্য যে কাউকে ডাকতে পারে, সেটা দুদক আইনে রয়েছে বলে জানি। তবে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে আপনারা দুদককেই প্রশ্ন করেন। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না।’

সম্প্রতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একজন করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পদায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।’

সারাবাংলা/ইউজে/একে/পিটিএম 

জিআইজি মিজান দুদক স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর