Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে ৩ শিশুর মৃত্যু


২৬ জুন ২০১৯ ১৩:৪৪

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি বাড়িতে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বুধবার (২৬ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৩ টার দিকে সিডনি থেকে ২০০ কিলোমিটার উত্তর পশ্চিমে হান্টার ভ্যালির সিংগেলটন এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাড়ির ভেতর থেকে ১১ বছর বয়সী একটি ছেলেশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ৫ বছর বয়সী দুটি মেয়ে শিশুকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

এছাড়া ওই বাড়িটি থেকে প্রতিবেশীরা ৮ বছরের আরেকটি মেয়েশিশু ও আনুমানিক ৩১ বছরের এস নারীকে আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

অস্ট্রেলিয়ার নাইন নিউজ জানিয়েছে, ঐ বাড়িটিতে মোট ছয়জন বাস করতেন। তবে কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু এখনো জানা যায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএমএন

আগুন শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর