রূপগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২৬ জুন ২০১৯ ১০:৫৫ | আপডেট: ২৬ জুন ২০১৯ ১৪:৩১
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিউটি আক্তার কুট্টি নামে একজন ইউনিয়ন পরিষদ সদস্যকে (ইউপি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী ছিলেন। প্রতিদিনের মতো তিনি বুধবার সকালে চঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন। এসময় পশ্চিমগাঁও এলাকায় পৌছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হচ্ছে ।’
সারাবাংলা/এমএইচ