Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আটোরিকশার ২ যাত্রীর মৃত্যু


২৬ জুন ২০১৯ ০৯:৪৪ | আপডেট: ২৬ জুন ২০১৯ ০৯:৪৬

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৬ জুন) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার পলাশী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এসআই নুরুজ্জামান জানান, সকালে আদিতমারীর পলাশী বাজারে একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোররিকশার দুই যাত্রীর মৃতু হয়। এ সময় আহত হন আরও পাঁচজন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

টপ নিউজ লালমনিরহাট সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর