Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু


২৬ জুন ২০১৯ ০৩:৩৫ | আপডেট: ২৬ জুন ২০১৯ ০৩:৩৮

সড়ক দুর্ঘটনা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম নুর মোহাম্মদ রহমান (৩৬)।

মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত পৌনে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে রাত ২টায় মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো আজহারুল ইসলাম জানান, জনপদ মোড় আলম রেঁস্তোরার সামনে একটি ট্রাক নুর মোহাম্মদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আজহারুল জানান, মৃতের সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে জানা যায় সে একজন পুলিশ সদস্য। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার বাগমাড়ি মোল্লাপাড়ায়। পিতা মৃত সমসের আলী। তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারা শুধু জানিয়েছে নুর মোহাম্মদ পুলিশ কনস্টেবল হিসেবে ঢাকায় কর্মরত। তবে এর বেশি কিছু জানাতে পারেনি।

এসআই আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএইচ

টপ নিউজ যাত্রাবাড়ী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর