Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ৩৩ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক


২৬ জুন ২০১৯ ০১:২৭

হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে টিন দিয়ে ঘেরা টয়লেটের ভেতরে বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ৩৩ বোতল ফেনসিডিলসহ সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, মোছা. নাজমা বেগম বুড়ি (২৫) ও স্বামী মো. রকি ইসলাম। মঙ্গলবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, বাড়িতে অভিনব কায়দায় মাদক রেখে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়ার রকি ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় বাড়ির বারান্দা সংলগ্ন টিনের টয়লেটের ভেতরে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ৩৩ বোতল ফেনসিডিল। এসময় ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ও আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

ফেনসিডিল ফেনসিডিলসহ আটক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর