Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে’


২৫ জুন ২০১৯ ২২:৫০

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জ্যাং জু বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ গঠনমূলক ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবন কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবশ্যই বাংলাদেশ থেকে তাদের মাতৃভূমিতে ফেরত যেতে হবে। ’ এবং এ বিষয়ে মিয়ানমারকে বোঝানোর জন্য তিনি চীনের প্রতি আহবান জানান।

প্রেস সচিব বলেন, চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়েও আলোচনা করেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জুলাইয়ের প্রথম সপ্তাহে তাঁর চীন সফরের সময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ত্বরান্বিত করার অংশ হিসেবে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হবে।’

বৈঠকে প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চীনের রাষ্ট্রদূত বলেন, ‘২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের পর থেকে ঢাকা-বেইজিং সম্পর্ক একটি নতুন উচ্চতায় অধিষ্ঠিত হয়।’

ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘চীনের সহযোগিতায় চট্টগ্রামে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ চলছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের ওপর একটি বই প্রকাশের বিষয়ে জানতে পেরে চীনা রাষ্ট্রদূত বইটি চীনা ভাষায় অনুবাদের বিষয়ে তাঁর দেশের আগ্রহ ব্যক্ত করেন। এ সময় বঙ্গবন্ধুর চীন সফরের সময়কার কোনো আলোকচিত্র তাদের কাছে থাকলে সেগুলো দেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

চীন রাষ্ট্রদূত রোহিঙ্গা সমস্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর