হজের টিকিটের দাম বেশি, ৩ প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা
২৫ জুন ২০১৯ ২১:০৩
ঢাকা: হজযাত্রার বিমানের টিকিট বেশি দামে বিক্রির অভিযোগে রাজধানীর নয়াপল্টনের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাব সদর দফতরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে রাত ৮টা পর্যন্ত পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নয়াপল্টনের চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড গোল্ডেন ব্যাঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা করে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘হজ যাত্রায় বিমানের টিকিটে দাম বেশি রাখায়, নয়াপল্টনের একাধিক এজেন্সির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ অভিযান বিশেষ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। তবে হজযাত্রা সাথে সংশ্লিষ্ট যে এজেন্সি গুলো অতিরিক্ত দাম রাখছে। তাদের বিরুদ্ধে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এসএমএন