Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে গাড়ির ওপর ককটেল বিস্ফোরণ


২৫ জুন ২০১৯ ১৮:২৫

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ির ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতারা এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, অবস্থান কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনে রাখা একটি প্রাইভেটকারের ওপর পরপর দুটি কটেল ছুড়ে মারে।মুহূর্তের মধ্যে সেগুলো বিস্ফোরিত হয়ে ধোঁয়ার কুণ্ডলি ছড়ায়। এ সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এর আগে কার্যালয়ে ভাঙচুর চালায় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা। তারা চেয়ার-টিবেলের পাশাপাশি নয়াপল্টন কার্যালয়ের সিঁড়ি ও প্রবেশ মুখে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে।

অবশ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবিরের দাবি, আন্দোলনরত ছাত্ররা ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ত নয়। বরং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছত্রছায়ায় কার্যালয়ের ভেতরে অবস্থান নেওয়া ছাত্রনেতারাই ভাঙচুর চালিয়ে দায় চাপাচ্ছে আন্দোলনরত ছাত্রদের ওপর।

সারাবাংলা/এজেড/পিটিএম

ককটেল বিস্ফোরণ ছাত্রদল টপ নিউজ নয়াপল্টন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর