Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসেলকে নয় মাসে টাকা পরিশোধ করতে নির্দেশ


২৫ জুন ২০১৯ ১৭:০৩ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১৭:৪৩

ঢাকা: গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা আগামী নয় মাসের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রিন লাইন কর্তৃপক্ষকে প্রতিমাসের ৭ তারিখের মধ্যে ৫ লাখ টাকা কিস্তিতে পরিশোধ করতে বলা হয়েছে। এরপর ১৫ তারিখে আদালতকে জানাতে হবে।

ক্ষতিপূরণের টাকা কমাতে গ্রিন লাইনের করা আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার (২৫ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে গ্রিন লাইন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী অজি উল্লাহ। রিটের পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার সামসুল হক রেজা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আলম মাহমুদ বাশার।

গত ১৫ মে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করেছে বলে আদালতকে জানায়। এরপর আদালত বাকি ৪৫ লাখ টাকা পরিশোধে পরিবহনটিকে একমাস সময় দিয়েছিলেন। কিন্তু তারা টাকা পরিশোধ করেনি।

গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের পায়ের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তার বাবার নাম শফিকুল ইসলাম। বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায়। ঢাকায় রাসেল আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাই কোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। আদালত রিটের শুনানি নিয়ে রুল জারি করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এটি

গ্রিন লাইন পরিবহন টপ নিউজ বাসচাপা রাসেল সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর