এফআর টাওয়ার দুর্নীতি: ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
২৫ জুন ২০১৯ ১৬:০০ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১৭:২৫
ঢাকা: বনানীর এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, এফআর টাওয়ারের মালিক এসএম ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলসহ ২৫ জনের বিরুদ্ধে আলাদা আলাদা দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, বনানীর এফআর টাওয়ার ১৫তলা থেকে অবৈধভাবে ২৩তলা বিশিষ্ট ভবনটি গড়ে তোলা হয়েছে। এছাড়া, ভবনটি নির্মাণে নকশার অনুমোদনও মানা হয়নি। নেই ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর ও সিভিল অ্যাভিয়েশনের অনুমোদন। ১৮থেকে ২৩ লা নির্মাণের কোনো তথ্যই নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে।
মামলার আসামিরা হলেন- এফআর টাওয়ারের মালিক মো. হোসাইন ইমাম ফারুক, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল (এলএমুকুল), কাসেম ড্রাইসেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর-উল-ইসলাম, গণপূর্ত অধিদফতরে উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ নাজমুল হুদা, নির্বাহী প্রকৌশলী মো. সামছুর রহমান, রাজউকের সহকারী অথরাইজড অফিসার মো. মাহবুব হোসেন সরকার, সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু), সহকারী অথরাইজড অফিসার জোন-২, উত্তরা জোনাল অফিস এর মো. নজরুল ইসলাম, সাবেক সদস্য (এস্টেট) মো. রেজাউল করিম তরফদার, সাবেক পরিচালক (এস্টেট) মো. শামসুল আলম, সহকারী পরিচালক (নিরীক্ষা ও বাজেট) শাহ মো. সদরুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন) (অবসরপ্রাপ্ত) জাহানারা বেগম, সহকারী পরিচালক (প্রশাসন) মেহেদউজ্জামান, নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক (সাময়িক বরখাস্ত) মুহাম্মদ মজিবুর রহমান মোল্লা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. এনামুল হক, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী কে. এ. এম হারুন, মো. হুমায়ূন খাদেম, সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান, সাবেক অথরাইজড অফিসার-২ এর সৈয়দ মকবুল আহম্মেদ, তত্ত্বাবধায়ক মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর অতিরিক্ত সচিব (চুক্তি ভিত্তিক) আ. ই. ম গোলাম কিবরিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (ওএসডি) আব্দুল্লাহ আল বাকি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সদস্য (অর্থ) মুহাম্মদ শওকত আলী।
এর আগে এফআর টাওয়ারের দুনীর্তি তদন্তে চলতি বছরের ৪ এপ্রিল রাজউক, ফায়ার সার্ভিস,ওয়াসাসহ বিভিন্ন সরকারি দফতরে তথ্য চেয়ে চিঠি দেয় দুনীর্তি দমন কমিশন (দুদক)।
এদিকে এফআর টাওয়ারের ঘটনায় তদন্তের শুরুতেই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এফ আর টাওয়ারে ১৮ তলার অনুমতি নিয়ে যারা ২৩ তলা ভবণ নির্মাণ করেছে তাদের কাউকে দুদক ছাড় দেবে না । তারই সেই কথায় এবার মামলা করলো কমিশন।
এসজে
সারাবাংলা/এসজে/জেএএম