Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপ্রয়োজনে প্রসূতি মায়ের সিজার বন্ধের নির্দেশনা চেয়ে রিট


২৫ জুন ২০১৯ ১৩:১৩ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১৬:২৭

ঢাকা: প্রসূতি মায়ের অপ্রয়োজনীয় সিজার বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রিটের বিষয়ে আইনজীবী সায়েদুল হক সুমন জানান, সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গত দু’বছরে শিশু জন্মের ক্ষেত্রে সিজারিয়ানের হার বেড়েছে ৫১ শতাংশ। প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিষয়টিকে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার উল্লেখ করা হয়েছে। এ প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

২ বছরে সিজারিয়ান বেড়েছে ৫১ শতাংশ, অপ্রয়োজনীয় ৭৭ শতাংশ

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদি করা হয়েছে।

আবেদনটি বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত আগামীকাল (২৬ জুন) শুনানির জন্য রেখেছেন।

সারাবাংলা/এজেডকে/জেএএম

টপ নিউজ সিজার হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর