Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ড ভ্যানের ভেতর গলায় রশি প্যাঁচানো চালকের লাশ


২৫ জুন ২০১৯ ১২:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানের ভেতর গলায় রশি প্যাঁচানো অবস্থায় চালকের লাশ পেয়েছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

নগরীর পুরাতন চান্দগাঁও থানার অদূরে শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে সড়কের পাশে কাভার্ড ভ্যানটি দাঁড়ানো আছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর পুলিশের পাঁচলাইশ জোনের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার।

মৃত রাকিবুল ইসলাম রাকিবের (৩০) বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।

এসি পরিত্রাণ তালুকদার সারাবাংলাকে বলেন, ‘কাভার্ড ভ্যানের ভেতরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় চালকের লাশ পড়ে আছে। চালকের সহকারীকে পাওয়া যায়নি। আমরা সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। লাশ দেখে মনে হচ্ছে গত (সোমবার) রাতের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সারাবাংলাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডে জড়িত, সেটা আমরা তদন্ত করে দেখছি। কাভার্ড ভ্যানে কোনো মালামাল ছিল কিনা, কোনো মালামাল খোয়া গেছে কিনা সেটাও আমরা তদন্ত করছি।’

সারাবাংলা/আরডি/এমও

কাভার্ড ভ্যান লাশ উদ্ধার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর