জামিনে মুক্ত জঙ্গিরাও নজরদারিতে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ জুন ২০১৯ ২০:৪৯
সংসদ ভবন থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সেভাবেই কাজ করছে। সাজাপ্রাপ্ত, আটক জঙ্গিদের পাশিপাশি জামিন পাওয়া জঙ্গিদেরও নজরদারিতে রাখা হয়েছে।
সোমবার (২৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। এদিন বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের স্পেশালাইজড ফোর্স গঠন করা হয়েছে। তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অপারেশনাল ও লজিস্টিকস সক্ষমতা বাড়ানো হয়েছে। জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে। বিডি পুলিশ হেল্প লাইন, হ্যালো সিটি ও রিপোর্ট টু র্যাব অ্যাপ চালু করা হচ্ছে। গণসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ দমনের সফলতা বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/এটি