Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণের এমডির জামিন মঞ্জুর


২৪ জুন ২০১৯ ১৮:৩৭ | আপডেট: ২৪ জুন ২০১৯ ১৮:৪০

ঢাকা: নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য অধিদপ্তরের দায়ের করা মামলায় প্রাণের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান খান চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছে খাদ্য সংক্রান্ত বিচারিক আদালত ‘বিশুদ্ধ খাদ্য আদালত’। রোববার (২৩ জুন) তার বিরুদ্ধে একই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

সোমবার (২৪ জুন) দুপুরে ঢাকা সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতে প্রাণের এমডি নিজে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মেহেদী পাভেল সুইট তা আমলে নিয়ে জামিন মঞ্জুর করেন। সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাণের এমডি আহসান চৌধুরী ২৩ জুন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ (২৪ জুন) তিনি নিজ অসুস্থতার প্রমাণপত্র নিয়ে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালতকে প্রাণের এমডি বলেন, মাননীয় আদালত আমি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারিনি। তা না হলে অবশ্যই উপস্থিত হতাম। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এরপর আদালত তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন মঞ্জুর করেন বলে জানান মামলার বাদি কামরুল ইসলাম।

তিনি আরও বলেন, সোমবার একই ধরণের মামলায় তীরের এমডি ফজলুর রহমানেরও শুনানি ছিল। তবে তারও বয়স সত্তরের ওপর হওয়ায় তাকেও জামিন দিয়েছে আদালত। আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রাণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত ৭৩টি পণ্যের বিরুদ্ধে গত ২২ মে ও ১৮ জুন মামলা দায়ের করেছিল নিরাপদ খাদ্য অধিদপ্তর। পণ্যগুলো হল, প্রাণের হলুদ গুঁড়া, ফ্রেশের হলুদ গুঁড়া, মোল্লা সল্টের আয়োডিন যুক্ত লবণ, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, সিটি ওয়েলের সরিষার তেল, গ্রিন ব্লিচিংয়ের সরিষার তেল, শবনমের সরিষার তেল, বাংলাদেশ এডিবল ওয়েলের সরিষার তেল, কাশেম ফুড চিপস, আরা ফুডের ড্রিংকিং ওয়াটার, আল সাফির ড্রিংকিং ওয়াটার।

বিজ্ঞাপন

মিজানের ড্রিংকিং ওয়াটার, মর্ণ ডিউয়ের ড্রিংকিং ওয়াটার, প্রাণের লাচ্ছা সেমাই, ডুডলি নুডলস, শান্ত ফুডের সফট ড্রিংক পাউডার, জাহাঙ্গীর ফুড সফট ড্রিংক পাউডার, ড্যানিশের হলুদের গুঁড়া, এসিআইয়ের ধনিয়ার গুঁড়া, বনলতার ঘি, পিওর হাটহাজারী মরিচ গুঁড়া, মিস্টিমেলার লাচ্ছা সেমাই, মধুবনের লাচ্ছা সেমাই, মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ওয়েল ফুডের লাচ্ছা সেমাই।

এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ, কিংয়ের ময়দা, রূপসার দই, মক্কার চানাচুর, মেহেদীর বিস্কুট, বাঘাবাড়ীর স্পেশাল ঘি, নিশিতা ফুডসের সুজি, মধুবনের লাচ্ছা সেমাই, মঞ্জিলের হলুদ গুঁড়া, মধুমতির আয়োডিনযুক্ত লবণ, সান ফুডের হলুদ গুঁড়া, গ্রিন লেনের মধু।

কিরণের লাচ্ছা সেমাই, ডলফিনের মরিচের গুঁড়া, ডলফিনের হলুদের গুঁড়া, সূর্যের মরিচের গুঁড়া, জেদ্দার লাচ্ছা সেমাই, অমৃতের লাচ্ছা সেমাই, দাদা সুপারের আয়োডিনযুক্ত লবণ, মদিনার আয়োডিনযু্ক্ত লবণ ও নুরের আয়োডিনযুক্ত লবণ ডানকানের ন্যাচারাল মিনারেল ওয়াটার, আরা ডিউ ড্রিংকিং ওয়াটার, দীঘির ড্রিংকিং ওয়াটার।

এসএ সল্টের আয়োডিনযুক্ত লবণ ‘মুসকান’, কনফিডেন্ট সল্টের আয়োডিনযুক্ত লবণ ‘কনফিডেন্স’, বিসমিল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ ‘উট’, জনতা সল্টের আয়োডিনযুক্ত লবণ ‘নজরুল’, জেকে ফুডের লাচ্ছা সেমাই ‘মদিনা’, হাসেম ফুডের লাচ্ছা সেমাই ‘কুলসন’, কুইন কাউ ফুডের বাটার অয়েল ‘গ্রিন মাউন্টেন’, জে কেমিক্যাল ওয়ার্কসের ঘি ‘এ-৭’, প্রাণ ডেইরির ঘি ‘প্রাণ প্রিমিয়াম’, এগ্রো অর্গানিকের ঘি ‘খুশবু’, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের জিরা ও ধনিয়ার গুঁড়া ‘রাধুনী’, থ্রি স্টার ফ্লাওয়ার মিলের ধনিয়া ও হলুদের গুঁড়া ‘থ্রি স্টার’, ফস্টার ক্লার্কের সফট ড্রিংক পাউডার ‘ফস্টার ক্লার্ক’, এসএ সল্টের আয়োডিন যুক্ত লবণ ‘প্রাণ’, সামগ্রী কনজ্যুমারসের কারি পাউডার ও জিরার গুঁড়া ‘সামগ্রী’, ফেমাস ফুড অ্যান্ড বেভারেজের ঘি ‘ফেমাস’, এসবি এন্টারপ্রাইজের ঘি ‘এসবি’, খাজা তৈয়ারিয়ার ফ্লাওয়ার মিলের ধনিয়ার গুঁড়া ‘ফাস্টার ক্লার্ক।

সারাবাংলা/এসএইচ/জেএএম

টপ নিউজ প্রাণ প্রাণের এমডি