Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু


২৪ জুন ২০১৯ ১৭:৩৫

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিনশিলা প্রকল্পের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন- বাবা মোস্তাফিজুর রহমান (৫০) ও ছেলে সোবানুর রহমান (২৪)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, পার্বতীপুর-রংপুর সড়কের কঠিনশিলা প্রকল্পের সোনালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা মোস্তাফিজুরের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় রংপুরে নেওয়ার সময় ছেলে সোবানুর মারা যান।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, রেখা পরিবহন নামে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নবাবগজ্ঞ উপজেলার মাদারপুর গ্রামে।

সারাবাংলা/এমও

বাসচাপায় বাসচাপায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর