Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন


২৪ জুন ২০১৯ ১৬:২০

ঢাকা: ধানমন্ডি থানায় দায়ের করা এক মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (২৪ জুন) দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত তিন আসামি হলো- ওমর ফারুক, মো. খোকন এবং মো. আনোয়ার হোসেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিন রায় ঘোষণার সময় আসামি খোকন ও আনোয়ার আদালতে উপস্থিত ছিলো। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর আসামি ফারুক পলাতক।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর ধানমন্ডি থানার নীলক্ষেত এলাকায় ২০০৫ সালের ৯ ফেব্রয়ারি মাসে বাবুপুরার হাজী বাবলার ৮/এ বাড়ির উত্তর পাশের বৃহত্তর যশোর সমিতির নির্মাণাধীন বিল্ডিং থেকে ১৬টি বস্তার মধ্যে দুই হাজার তিনশ বোতল ফেনসিডিলসহ আসামি মো. খোকন গ্রেফতার হয়।

ওই ঘটনায় ওইদিনই ধানমন্ডি থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকালে দণ্ডিত অপর আসামিদের নাম আসায় ওই বছর ২৫ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান।

এরপরের বছর ২৮ জুন আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। পরবর্তীতে বিভিন্ন সময় আদালত আসামির বিরুদ্ধে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করে।

সারাবাংলা/এআই/এমও

মাদক মাদক মামলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর