বিকেল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু
২৪ জুন ২০১৯ ১৩:০২ | আপডেট: ২৪ জুন ২০১৯ ১৩:০৩
ঢাকা: ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বিকেল থেকেই বাস চলাচল শুরু করতে পারবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু সচিব নজরুল ইসলাম। সোমবার (২৪ জুন) সারাবাংলাকে তিনি জানান, ঢাকা সিলেট মহাসড়ক ঠিক হয়ে গেছে। এখন থেকেই বাস চলাচল করতে পারবে।
এদিকে, বাস মালিকেরাও জানিয়েছেন, বিকেল থেকে ঢাকা ও সিলেট থেকে বাস চলাচল শুরু করবেন তারা।
গত ১৮ জুন ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু ভেঙ্গে যাওয়ার কারণে এই সড়ক দিয়ে ঢাকা ও সিলিটেগামী যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন যাত্রীরা।
এই অবস্থায় রোববার (২৩ জুন) রাতে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। ফলে, সড়ক ও রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
তবে, সোমবার বিকেল থেকে দুই পথেই যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেল ও সড়কের দায়িত্বরত কর্মকর্তারা।
সারাবাংলা/এসএ/জেএএম