Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুতি বিদ্রোহীদের হামলায় সৌদিতে নিহত ১, বাংলাদেশিসহ আহত ২১


২৪ জুন ২০১৯ ১৪:২৫

সৌদি আরবের আভা বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।

রোববার (২৩ জুন) এই হামলা চালানো হয় বলে সৌদি নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ।

হামলায় সিরিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি, চারজন ভারতীয়, দুইজন মিশরের ও ১৩ জন সৌদি আরবের নাগরিক।

ইয়েমেনের বিদ্রোহী আল হুতি ইরানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। মার্কিন-ইরান উত্তেজনার সূত্র ধরে গত মাস থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সৌদি স্থাপনায় ড্রোন হামলা এবং বিস্ফোরণের হুমকি দিয়ে আসছিল তারা।

এর আগে চলতি মাসের শুরুতেও এই বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। সেসময় ২৬ বেসামরিক নাগরিক আহত হন।

হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে হিসেবে আখ্যা দিয়েছে। হুতি বিদ্রোহীদের এই ধরনের হামলা বন্ধ করতেও অনুরোধ জানিয়েছে তারা।

সারাবাংলা/এসএমএন

ড্রোন হামলা সৌদি আরব হুতি বিদ্রোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর