এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দিলো যমুনা ব্যাংক
২৩ জুন ২০১৯ ২০:০৪ | আপডেট: ২৩ জুন ২০১৯ ২০:১২
ঢাকায় ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সুবিধাবঞ্চিত, দরিদ্র ও প্রতিবন্ধী অথচ মেধাবী শিক্ষার্থী এবং যমুনা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
সম্প্রতি কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে বৃত্তি দেওয়া হয় শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ ঢাকা ও আশপাশের জেলাগুলোর শাখা প্রধান ও কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১২০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
সারাবাংলা/টিআর
গোলাম দস্তগীর গাজী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক যমুনা ব্যাংক শিক্ষার্থীদের বৃত্তি সংবর্ধনা