চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
২৩ জুন ২০১৯ ১৯:৫১ | আপডেট: ২৩ জুন ২০১৯ ১৯:৫৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। সে পাঁচ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৩ জুন) দুপুরে নগরীর তক্তারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক আনোয়ার হোসেনের (৩১) বাড়ি কুমিল্লা জেলায় হলেও থাকে নগরীর তক্তারপুল এলাকায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারকে আটকের পর তার হেফাজতে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। আনোয়ার নগরীতে সক্রিয় একটি ছিনতাইকারী দলের প্রধান। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এমআই