চট্টগ্রামে স্বর্ণের দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার
২৩ জুন ২০১৯ ১৫:৪৮ | আপডেট: ২৩ জুন ২০১৯ ১৫:৫০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি স্বর্ণের দোকানের ভেতর থেকে মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব পরিচিত কেউ এই খুনের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
রোববার (২৩ জুন) দুপুরে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় মনিশ্রী জুয়েলার্স থেকে এর মালিক সঞ্জয় ধরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত সঞ্জয় ধরের (৪৬) বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল সারাবাংলাকে জানান, সঞ্জয় ধর দোকানের ভেতরে থাকতেন। স্থানীয় এক নারীর কাছ থেকে বাসায় রান্না করা ভাত প্রতিবেলা কিনে খেতেন।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল। রোববার দুপুরে ওই নারী সঞ্জয়কে ভাত দিতে গেলে দোকানের ভেতরে তার গলাকাট মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। গলা কাটা ও পেটের দুই পাশে ছুরিকাঘাত অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।
মরদেহটিতে পচন ধরায় দোকানের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কথা জানিয়ে আরেফীন জুয়েল বলেন, ‘আমাদের ধারণা, তাকে শুক্রবার রাতে খুন করা হয়েছে।’
পূর্ব পরিচিত কেউ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হামিদুল হোসেনের।
তিনি সারাবাংলাকে বলেন, ‘মরদেহির পাশে সিন্দুকের চাবি পড়ে ছিল। সেটি দিয়ে সিন্দুক খুলে টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। সেগুলো হত্যাকারীরা নিয়ে যায়নি। মোবাইলও নিয়ে যায়নি। শুধু দোকানের ভেতরে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে নিয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে- পরিকল্পিতভাবে গলা কেটে ও ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা দোকান ত্যাগ করেছে। হত্যাটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, লুটপাট নয়।’
‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি- সঞ্জয় মহাজনী ব্যবসা মানে সুদের বিনিময়ে মানুষকে টাকা ঋণ দিত। বন্ধকী ব্যবসাও করত। এ নিয়ে কোনো বিরোধ থেকে খুন হতে পারে বলে আমাদের ধারণা। হত্যাকারীরা তার পূর্ব পরিচিত বলেও আমাদের ধারণা।’ বলেন হামিদুল হোসেন
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এমএইচ