যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
২৩ জুন ২০১৯ ১৫:০৯ | আপডেট: ২৩ জুন ২০১৯ ১৬:০০
জয়পুরহাট: জয়পুরহাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আলালউজ্জামান আলাল নামে এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) সকালে আক্কেলপুরের চিয়ারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার এ কথা জানান।
গ্রেফতার আলালউজ্জামান আলাল ওই গ্রামের আব্দুল মোন্নার ছেলে এবং আক্কেলপুর কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ওসি কিরণ কুমার রায় জানান, ৭ম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলের সহকারী শিক্ষক আলালউজ্জামান আলাল দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়াসহ যৌন হয়রানি করে আসছিলেন। ছাত্রীটি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার নগ্ন ছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি দেন আলাল। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে ওই শিক্ষককের বিরুদ্ধে বিদ্যালয়ে অভিযোগ করেন তা বাবা।
ওসি জানান, এ ব্যাপারে শনিবার সকালে বিদ্যালয়ে জরুরি বৈঠকে অভিযুক্ত শিক্ষক তার অপর্কমের কথা স্বীকার করেন। পরে ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় যৌন হয়রানির মামলা করলে আলালউজ্জামান আলালকে গ্রেফতার করে পুলিশ ।
সারাবাংলা/এমএইচ