Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংগীত গেয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করলেন শেখ হাসিনা


২৩ জুন ২০১৯ ০৮:৫০ | আপডেট: ২৩ জুন ২০১৯ ১০:৩২

ঢাকা: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের ৭০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে বেজে ওঠে জাতীয় সংগীত। অন্যদের সঙ্গে শেখ হাসিনাও গলা মেলান জাতীয় সংগীতে। এরপর সকাল সাড়ে ৮টায় বেলুন ও কবুতর উড়িয়ে বর্ষপূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে কবুতর উড়িয়ে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্নে এই দলের নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। জন্মের পর থেকেই ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সাম্যের সমাজ নির্মাণের আদর্শ এবং একটি উন্নত সমৃদ্ধ আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নির্মাণের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামী লীগ। যার পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের কাউন্সিলে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।

বিজ্ঞাপন

দলটির ৭০ বছর পূর্তি উপলক্ষে রোববার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানাবেন।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৪ জুন) বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় দেশবরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতারা অংশ নেবেন।

সারাবাংলা/এসএমএন

৭০ বছর পূর্তি আওয়ামী লীগ টপ নিউজ ধানমন্ডি ৩২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর