ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার
২৩ জুন ২০১৯ ০১:২৮ | আপডেট: ২৩ জুন ২০১৯ ০১:৩০
ঢাকা: দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের ১২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২২ জুন) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— বাশার সিদ্দিকি (সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল), জহির উদ্দিন তুহিন (সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল), এজমল হোসেন পাইলট (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), ইকতিয়ার কবির (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জয়দেব জয় (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মামুন বিল্লাহ (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আসাদুজ্জামান আসাদ (সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), বায়েজিদ আরেফিন (সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), দবির উদ্দিন তুষার (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), গোলাম আজম সৈকত, (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আব্দুল মালেক (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) ও আজীম পাটোয়ারী (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)।
এর আগে, ছাত্রদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেয় বিএনপি। গত ৩ জুন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল মাত্র ২০০০ সালের পরে এসএসসি পাস করা ছাত্ররাই ছাত্রদলের কাউন্সিলে কাউন্সিলর হতে পারবে এবং বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। অর্থাৎ ২০০০ সালের আগে এসএসসি পাস করা কেউ ছাত্রদলের রাজনীতি করতে পারবে না।
দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা। গত ১১ জুন থেকে দফায় দফায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে তারা। যেহেতু রিজভীর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে, সেহেতু রিজভীর ওপই ছাত্রদলের ক্ষোভ।
এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে শনিবার (২২ জুন) সকালে নয়াপল্টন কার্যালয়ে রিজভীর ওপর হামলা চালায় ছাত্রদলের নেতারা। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে বিষয়টি উত্থাপন করেন সাংবাদিককরা।
তখন মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদল নেতাদের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বয়সসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এখন তারা যে আন্দোলন করছে, সেটা যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করি। আর আজ যে ঘটনা তারা ঘটিয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়।
সন্ধ্যায় এ বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর রাতে ছাত্রদলের ১২ নেতাকে বহিষ্কার করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বহিষ্কারাদেশ সম্পর্কে এখনো ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
বয়সসীমা বেঁধে দেওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের তালা
রিজভীর মধ্যরাতের বিজ্ঞপ্তি ও শিক্ষাবর্ষে আপত্তি ছাত্রদলের
সারাবাংলা/এজেড/এমও