Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাতের পরিবারের ক্ষতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সুপার


২২ জুন ২০১৯ ২২:৩৬

ফেনী: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী।

শনিবার (২২ জুন) দুপুরে ফেনীর পুলিশ লাইনস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খোন্দকার নূরুন্নবী বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নুসরাতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি নুসরাতের পরিবারের সদস্যদের ক্ষতির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। এছাড়া তিনি বলেন, ‘কোনো মেয়েকে উত্যক্ত করলে আমি তার জীবন উত্যক্ত করে দেব।’

সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ত্রাস, জঙ্গি, মলম পার্টি, ইভটিজিং, চাঁদাবাজি, ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স।’

পুলিশ সুপার বলেন, ‘ফেনীর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত ফেনী গড়ব আমরা। আগামী একমাসের মধ্যে অজ্ঞান পার্টি নির্মূল করা হবে। ছিনতাইমুক্ত করতে মোটরসাইকেলে দুজনের বেশি উঠবেন না, হেলমেট পরতে হবে। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বলেন, পুলিশে নতুন সদস্য নিয়োগের জন্য কারও প্রলোভনে পড়বেন না। এজন্য সব থানায় পুলিশ সুপারের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নিয়োগ স্বচ্ছ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আমাকে ফুল দিয়ে নয়, হৃদয় দিয়ে ভালোবাসুন। যত দিন রিজিক থাকে, যাওয়ার সময় ফুল পাওয়ার উপযুক্ত মনে করলে তখন ফুল দেবেন।’

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার নিশান চাকমা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ খালেদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. আলাউদ্দিন, গোয়েন্দা পুলিশের ওসি রনজিত বড়ুয়া ও ফেনী মডেল থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ।

সারাবাংলা/এমএইচ/এমআই

নুসরাত ফেনী ফেনী পুলিশ সুপার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর