Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি: অর্থমন্ত্রী


২২ জুন ২০১৯ ২০:০২ | আপডেট: ২২ জুন ২০১৯ ২০:০৬

জাতীয় সংসদ ভবন থেকে: চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (২২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এক বছরে ঋণখেলাপি বেড়েছে ৫৮ হাজার ৪৩৬ জন

অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে দেশে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ আশি হাজার তেষট্টি কোটি টাকা (সংশোধীত)। বিগত ২০১৭-১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। তবে আহরণ হয়েছে ২ লাখ ২ হাজার তিন শ ১৪ দশমিক ৯৪ কোটি টাকা অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।’

রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চলতি ২০১৮-১৯ অর্থবছরে দেশে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৬৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার এই পর্যন্ত আহরিত আদায় হয়েছে মে ২০১৯ পযন্ত ১ লাখ ৯১ হাজার ৯৫৮ দশমিক ৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

আরও পড়ুন: সংসদে ৩০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

টপ নিউজ রাজস্ব লক্ষ্যমাত্রা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর