Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮তম বিসিএস ফোরামের উদ্যোগে পথশিশুদের ফলাহার


২২ জুন ২০১৯ ১৭:০৯

ঢাকা: রাজধানীতে দোয়েল স্কুলের ১২০ জন পথশিশুকে নিয়ে ‘পথশিশুদের ফলাহার-২০১৯’-এর আয়োজন করে ২৮তম বিসিএস ফোরাম। শনিবার (২২ জুন) রাজধানীর আ কা মু গিয়াসউদ্দিন মিলকী অডিটোরিয়ামে এ ফলাহার উৎসবের আয়োজন করা হয়।

এ বিষয়ে ২৮তম বিসিএস ফোরাম (অল ক্যাডার)-এর সাধারণ সম্পাদক বিসিএস আনসার ক্যাডারের উপপরিচালক সৈয়দ ইফতেহার আলী জানান, ২৮তম বিসিএস ফোরামের ২৪টি ভিন্ন ভিন্ন ক্যাডারের প্রায় ২ হাজার ২০০ ক্যাডার অফিসারদের একটি সমন্বিত প্লাটফর্ম। এই প্লাটফর্ম-এর মাধ্যমে আমরা নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে ২৮তম বিসিএস ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে পথশিশুদের নিয়ে পরিচালিত স্কুল দোয়েল-এর সোনামণিদের জন্য বিভিন্ন রকমের ফলাহারের ব্যবস্থা করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২৮তম বিসিএস ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ঢাকা শহরে পথশিশুদের নিয়ে চলমান ছোট বড় প্রায় ১২০টি স্কুলের সব বাচ্চাদের পাশে দাঁড়াতে সক্ষম হবো।’

এছাড়া ২৮তম বিসিএস কৃষি ক্যাডারের সদস্যদের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান তিনি।

সারাবাংলা/এমআই

২৮তম বিসিএস আনসার ক্যাডার ফলাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর