Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে যুবক, ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


২২ জুন ২০১৯ ১৫:২১ | আপডেট: ২২ জুন ২০১৯ ১৫:২৬

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ভটভটিচালকের মৃত্যু হয়েছে। এদিকে, ক্ষেতলাল উপজেলায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) সকালে ট্রেন ও দুপুরে ভটভটি দুই দুর্ঘটনা ঘটে। মৃত ভটভটিচালক আব্দুস সালাম সদর উপজেলার জামালপুর চার মাথা এলাকার মৃত শহিদ মন্ডলের ছেলে। ভটভটির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারানো শিশু তানভির হোসেনের বাড়ি ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রামে। তার বাবা এমরান হোসেন।

বিজ্ঞাপন

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভটভটি বোঝাই মুরগি নিয়ে আব্দুস সালাম জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। কানুপুর গ্রামের অরক্ষিত রেলগেট অতিক্রম করার সময় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভটভটিটি ছিন্নভিন্ন হয়ে পড়ে। এসময় ভটভটিচালক সালাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

ক্ষেতলাল থানার ওসি শাহরিয়ার খান জানান, দুপুরের দিকে ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রাম থেকে মামার সঙ্গে মোটরসাইকেলে চড়ে একই উপজেলার দাশরা গ্রামের দিকে যাচ্ছিল শিশু তানভীর। দাশরা গ্রামে পৌঁছালে তানভীর মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় একটি ভটভটি তাকে চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

সারাবাংলা/টিআর

আক্কেলপুর ক্ষেতলাল জয়পুরহাট ট্রেনে কাটা দুর্ঘটনা ভটভটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর