Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে শপথ নিয়েছি : ফখরুল


২২ জুন ২০১৯ ১৩:২৩ | আপডেট: ২২ জুন ২০১৯ ১৪:৪১

ঢাকা: খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে বেগবান করতে শপথ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটিতে নতুন অন্তর্ভূক্ত দুজন সদস্যকে নিয়ে আজ তিনি জিয়ার কবরে যান।

বিজ্ঞাপন

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় স্থায়ী কমিটির শূন্য আসনে নতুন দুজন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা দলের সিনিয়র নেতাদেরকে সঙ্গে নিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন।’

তিনি আরও বলেন, ‘স্থায়ী কমিটির নতুন সদস্যদের নিয়ে আমরা মাজারে এসে আবার নতুন করে শপথ নিয়েছি। অগণতান্ত্রিকভভাবে বন্দি রাখা দেশনেত্রী ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের সংগ্রামকে আরও বেগবান করা হবে। সেইসঙ্গে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবলিম্বে যাতে জনপ্রতিনিধি নির্বাচিত করা যায় সে আন্দোলনও করা হবে।

‘দলের কেন্দ্রীয় কমিটির কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে। এখন বিএনপির পরিকল্পনা কি?- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এখন জেলা কমিটি পুনর্গঠনের কাজ চলছে। এটি শেষ হলেই দলীয় কাউন্সিলের কাজ শুরু হবে। ’

এসময় স্থায়ী কমিটির নতুন সদস্য ইকবাল মাহমুদ হাসান টুকু বলেন, ‘বিনা কারণে দেশনেত্রী কারাবন্দি। গণতন্ত্রের অবস্থাও বেহাল। তাই আমরা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশনেত্রী ও গণতন্ত্রের মুক্তির জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব। ’

বিজ্ঞাপন

স্থায়ী কমিটির আরেক নতুন সদস্য সেলিনা রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা। উনাকে মুক্ত করতে পারলে গণতন্ত্র মুক্ত হবে। উনাকে মুক্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ’

সারাবাংলা/এসএইচ/পিটিএম

গণতন্ত্র টপ নিউজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর