Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু


২১ জুন ২০১৯ ২১:৫৪

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ২ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলো- উপজেলার রাজারামপুর গ্রামের রমজান আলীর মেয়ে আঁখি মনি (৭) ও একই এলাকার আইয়ুব আলীর মেয়ে আনফী খানম রজনী (৬)।

শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে কয়েকজন শিশু। এ সময় ওই দুইজন ডুবে গেলে এলাকার লোকজন মিলে তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই কমল চন্দ্র জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ পড়েনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

দিনাজপুর পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর