Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম


২১ জুন ২০১৯ ১৮:১৭ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৮:৫৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ইফতিকে (২৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জুন) রাতে সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হামছাদীতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

দুর্বৃত্ত হামলায় আহত ছাত্রলীগ নেতা ইফতি পৌরসভা বাঞ্চানগর এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং লক্ষ্মীপুর দারুল উলুম ফাজিল মাদরাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ দলের নেতারা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, ইফতির মাথা, মুখ, কাঁধ ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ জানান, কে বা কারা ইফতিকে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি। তবে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এ নেতা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, জেলা ছাত্রলীগের নেতা মো. মাঈন উদ্দিন ইফতিকে কুপিয়ে জখমের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হয়। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখসহ থানায় মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

কুপিয়ে জখম ছাত্রলীগ নেতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর