ফরিদপুরে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু
২১ জুন ২০১৯ ১৫:৫১ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৬:০৩
ফরিদপুর: ফরিদপুরের কোমরপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জুয়েলার্স ব্যবসায়ীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামের জুয়েলার্স ব্যবসায়ী আসলাম মোল্লা, তার মা মহিরন নেছা ও তার বোন আসিয়া বেগম।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মাইক্রোবাস নিয়ে সকালে ঢাকা থেকে তারা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। পথে কোমরপুর উপজেলায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।
সারাবাংলা/এমএইচ