আদা-রসুনের দাম বাড়লেও কমেছে সবজির দাম
২১ জুন ২০১৯ ১৪:২৩ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৪:৩১
ঢাকা: ঈদের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম, মুরগি, আদা ও রসুনের দাম। তবে বাজারে সবজির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (২১ জুন) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর বেশিরভাগ কাঁচাবাজারে বেশিরভাগ সবজি ২০/২৫ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। অথচ ঈদের আগে সবজির দাম ৫০ টাকা কেজির নিচে ছিল না। কিন্তু রসুন ও আদার দাম বেড়েই চলেছে। বর্তমানে রসুন কেজিপ্রতি ১৪০ ও আদা ১২০-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আদা ও রসুনের সরবরাহ কম থাকায় এই পণ্যগুলোর দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, ঢেঁড়সের কেজি ২০-২৫ টাকা, ঝিঙে ২৫-৩০ টাকা, কাঁকরোল ২০-৩০ টাকা, করলা ২০-২৫, পটল ২৫-৩০, বেগুন ৩০, টমেটো ৩৫, কচুর মুখি ৪০, বরবটি ৩৫-৪০, ধুন্দল ২৫ টাকা, কাঁচা কলা ২০ টাকা হালি, পেঁয়াজ ৩০, কাঁচা মরিচ ৪০-৪৫ টাকা দরে পাওয়া যাচ্ছে। এছাড়া, অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে, সবজির পাশাপাশি কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৩৫-১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০-১৬০টাকা। তবে দেশী মুরগি এখনও ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২১০-২২০ টাকা কেজি বিক্রি হওয়া লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়।
কারওয়ানবাজারের সবজি বিক্রেতা উজিউর রহমান সারাবাংলাকে বলেন, ‘রসুন ও আদার দাম একটু বাড়তি। কিন্তু সবজির দাম হাতের লাগালে রয়েছে। ’
কারওয়ানবাজারে ধানমণ্ডি থেকে বাজার করতে আসেন গৌতম সরকার। সারাবাংলাকে তিনি জানান, ঈদের পরের সপ্তাহের থেকে তুলনামুলক সবজির দাম কম রয়েছে। তুলনামূলকভাবে সবজির দাম আরও কম থাকা উচিত। তাহলে নিম্মবিত্ত মানুষের জন্য ভালো হবে।
মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংস । গরুর মাংস বাজার ভেদে বিক্রি হচ্ছে ৫২৫-৫৫০ টাকা কেজি। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকা কেজি। আর ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা।
মাংস ব্যবসায়ী উসমান সারাবাংলাকে বলেন, ‘সরকার যে রেট বেধে দিয়েছে সেই দামে বিক্রি করতে হচ্ছে। তবে ঈদের পর থেকে মাংসের দাম এখনও অপরিবর্তিত রয়েছে। ’
এদিকে কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া মাছের দাম কিছুটা কমেছে। অপরদিকে তেল, ডাল ও মসলার দাম অপরিবর্তিত রয়েছে। তবে চালের দাম কেজিপ্রতি ১/২ টাকা করে বেড়েছে।
সারাবাংলা/এআই/পিটিএম