Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারিফুল সেজে পরীক্ষা দিতে গিয়ে ফরিদ কারাগারে


২১ জুন ২০১৯ ১৩:৫৪ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৩:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগে আরেকজনের হয়ে পরীক্ষা দিতে বসে ধরা পড়েছে এক যুবক। গ্রেফতারের পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ জুন) সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে নিয়োগ পরীক্ষা শেষ হওয়া ১০ মিনিট আগে ধরা পড়েছে এই যুবক। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু তাকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

সাজা পাওয়া মো.ফরিদ উদ্দিন (২৯) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ফরিদুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু সারাবাংলাকে জানান, ফরিদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মমতাজুল ইসলামের ছেলে মো.তারিফুল ইসলামের হয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন বিশ্বাসযোগ্য সূত্রে ম্যাজিস্ট্রেট জানতে পারেন, তারিফুল পরীক্ষার হলের বাইরে অবস্থান করছেন, তার পরিবর্তে পরীক্ষা দিচ্ছেন আরেকজন। তখন পরীক্ষা প্রায় শেষপর্যায়ে।

সকাল ১১টা ২০ মিনিটের দিকে ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে গিয়ে ফরিদের প্রবেশপত্র যাচাই করে ছবি টেম্পারিংয়ের প্রমাণ পান। একপর্যায়ে ফরিদ প্রক্সি দেওয়ার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়।

‘ফরিদ খুবই ধূর্ত এবং সে একটি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। সে প্রথমে তার বাড়ি বাঁশখালী বলে জানিয়েছে। কিন্তু তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি- তার বাড়ি কুতুবদিয়ায়। সে নিজেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছে। কিন্তু এ সংক্রান্ত কোনো প্রমাণ তার কাছে নেই। প্রশ্ন ফাঁস ও প্রক্সি দেওয়ার সঙ্গে জড়িত সিন্ডিকেটের তথ্য দেবে বলে প্রথমে জানালেও পরে সে কোনো তথ্য দেয়নি।’ বলেন কায়সার খসরু

বিজ্ঞাপন

গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে ফরিদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট কায়সার খসরু।

সারাবাংলা/আরডি/জেএএম

চট্টমেট্রো পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর