Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় নাটোরে ৩ শ্রমিকের মৃত্যু


২১ জুন ২০১৯ ০৯:১৬

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি শ্রমিকবাহী পিকআপ ভ্যানকে দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাছিকাটা ১০নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশের রুহুল আমীন এবং আব্দুল কাদের। তবে অপর নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়া বাজারের উদ্দেশে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কাছিকাটা রানীনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয় অন্তত ১০জন শ্রমিক।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে এবং নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

নাটোর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর