আড়াই কোটি টাকার চোরাই পণ্যসহ ৬টি ট্রাক-কাভার্ড ভ্যান জব্দ
২০ জুন ২০১৯ ২২:২৭ | আপডেট: ২০ জুন ২০১৯ ২২:৩০
ঢাকা: আড়াই কোটি টাকা মূল্যের বন্ডেড চোরাই পণ্যসহ ৬টি ট্রাক-কাভার্ড ভ্যান জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের প্রিভেন্টিভ টিম।
বৃহস্পতিবার (২০ জুন) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন। তিনি জানান, বুধবার (১৯ জুন) রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বন্ডেড পণ্য অবৈধ পরিবহনকালে গাড়িগুলো জব্দ করা হয়।
কমিশনারেটের ডেপুটি কমিশনার মেহেবুব হকের নেতৃত্বে প্রিভেন্টিভ টিম বাবুবাজার ব্রিজ এলাকা হতে ফেব্রিকস এবং এমসিপি ফিল্ম বোঝাই ২টি কভার্ড ভ্যান জব্দ করে। এছাড়া সহকারী কমিশনার মনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম হাইকোর্ট মোড় এলাকা হতে সার্টিং ফেব্রিকস বোঝাই ১টি কভার্ড ভ্যান জব্দ করে।
অন্যদিকে, সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অপর একটি টিম নয়াবাজার এলাকা হতে ডুপ্লেক্স বোর্ড ভর্তি ৩টি ট্রাক জব্দ করে।
আল আমিন আরও জানান, আটক পণ্যের মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এর বিপরীতে আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমান প্রায় দেড় কোটি টাকা। আটক পণ্যের বিপরীতে বিভাগীয় মামলা দায়েরসহ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসজে/এমও