Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়রায় চীনা শ্রমিকের মৃত্যু: বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যা


২০ জুন ২০১৯ ২০:১৯ | আপডেট: ২০ জুন ২০১৯ ২০:৩৫

ঢাকা: পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকের মৃত্যু এবং এরপর বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘অনভিপ্রেত ও দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২০ জুন) বিদ্যুৎ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পায়রা বিদ্যুৎকেন্দ্রে গত ১৭ ও ১৮ জুন যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত। এটি একটি দুর্ঘটনা। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, নিহত শ্রমিক সাবিন্দ্র দাস কাজের সময় নিরাপত্তার জন্য ব্যবহৃত সব সরঞ্জাম পরিহিত ছিলেন। কিন্তু শেষবার তিনি সেফটি বেল্টের হুক ভুল করে যথাস্থানে স্থাপন না করায় ওপর থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয়। সেখান থেকে ঘটনার সূত্রপাত।

আরও পড়ুন- পায়রা বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষে চীনা শ্রমিকের মৃত্যু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপর রাতে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ জন বাঙালি ও ছয় জন চীনা শ্রমিক আহত হন। চীনা শ্রমিক ঝাং ইয়াং ফাং ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় চীন ও বাংলাদেশি আহত শ্রমিকদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় জানিয়ে বিদ্যুৎ বিভাগ বলছে, তারপরও তাদের সবাইকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা কাজে ফিরে গেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম এবং চীন দূতাবাসের দু’জন প্রতিনিধি। বাংলাদেশ ও চীনা শ্রমিকদের সঙ্গে বৈঠকে সার্বিক বিষয়ে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এসময় প্রতিমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও আইন

বিজ্ঞাপন

প্রয়োগকারী সংস্থাদের নির্দেশ দিয়েছেন।

নির্মাণাধীন পায়রা বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও শ্রমিকের কর্মপরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কিছু নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এইচএ/টিআর

চীনা শ্রমিকের মৃত্যু টপ নিউজ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ বিভাগ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর