Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে গাজী কমিউনিকেশনসের চুক্তি সই


২০ জুন ২০১৯ ১৯:২৫ | আপডেট: ২০ জুন ২০১৯ ১৯:৪০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখার তথ্য ধারণক্ষমতা বাড়ানোর জন্য সার্ভার রুমের সার্ভার ও ফাইবার চ্যানেল স্যান সুইচ কিনতে গাজী কমিউনিকেশনসের সঙ্গে চুক্তি সই করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখার কক্ষে চুক্তিটি সই হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসন-৪ শাখার উপসচিব মো. আবুল কালাম আজাদ ও প্রশাসনিক কর্মকর্তা মইনুল হোসেইন। অন্যদিকে গাজী কমিউনিকেশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রি-সেলস শাখার ম্যানেজার মো. হাবিব আল মামুন এবং টেকনিক্যাল সেলস শাখার ম্যানেজার জাবেদ ইসলাম মোল্যা (সুমন)।

এসময় উভয় পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির উন্নয়নের পথে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এসবি/টিআর

গাজী কমিউনিকেশনস চুক্তি সই জনপ্রশাসন মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর