Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিদেল পুত্রের আত্মহনন


২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৫

সারাবাংলা ডেস্ক

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ৬৮ বয়সী ছেলে ফিদেল অ্যাঙ্গেল ডিয়াজ-বালার্ট আত্মহত্যা করেছে।

কিউবার জাতীয় গণমাধ্যম গ্রানমা জানায়, বৃহস্পতিবার সকালে কিউবার রাজধানী হাভানাতে তাকে মৃত পাওয়া যায়। ঘনিষ্ঠরা জানায়, তিনি হতাশায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল।

কাস্ত্রো ডিয়াজ-বালার্ট নিউক্লিয়ার ফিজিসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিউবান কাউন্সিল অফ স্টেটে বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন। তার আগে তিনি কিউবার বিজ্ঞান একাডেমির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ফিদেল কাস্ত্রোর বড় সন্তান কাস্ত্রো ডিয়াজ-বালার্ট কিউবাতে ‘ফিদেলিটো’ নামেই পরিচিত ছিলেন। তার বাবা ফিদেল কাস্ত্রো পৃথিবীর অন্যতম প্রধান বিপ্লবী নেতা এবং সবচেয়ে দীর্ঘায়ু রাজনীতিবিদ ২০১৬ সালের নভেম্বর মাসে মারা যান।

সারাবাংলা/এমএ

আত্মহত্যা পুত্র ফিদেল_কাস্ত্রো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর