Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণের তিন পণ্য বিক্রি ও বিপনণে বাধা নেই


২০ জুন ২০১৯ ০১:৩৬

ঢাকা: প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার এবং লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রি ও বিপনণে কোনো বাধা নেই।

বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই তিনটি পণ্য পরীক্ষা করে মানসম্পন্ন বলে সত্যায়িত করেছে।

বুধবার (১৯ জুন) প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএসটিআই এক চিঠির মাধ্যমে প্রাণ এগ্রো লিমিটেডকে জানায়, প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার আর লাচ্ছা সেমাই মানসম্পন্ন। ফলে পণ্য তিনটি উৎপাদন, বিক্রয় ও বিপণন করতে আর কোনো বাধা থাকল না।

সারাবাংলা/পিটিএম

প্রাণের পণ্য বিক্রয় বিপনণ