Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার চোটে সাইফউদ্দিন


২০ জুন ২০১৯ ০০:২৬ | আপডেট: ২০ জুন ২০১৯ ০০:৫৭

গেল ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ঠিক দুইদিন আগে খবর চাউর হয়েছিল সাইফউদ্দিনের পিঠের পুরোনো ব্যথা ফিরেছে। ফলে ম্যাচটিতে নামতে হলে তাকে ব্যথানাশক ইনজেকশন নিয়েই নামতে হবে। বিশ্বকাপের শেষ চারটি ম্যাচ সেভাবেই খেলেছেন। সেই তিনিই এবার শিরোনাম হলেন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের ঠিক আগের দিন। তবে এবারের ব্যথা পিঠে নয়, হ্যামস্ট্রিংয়ে। ফলে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) সাইফউদ্দিনের চোটের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তবে তিনি জানিয়েছেন, তার ব্যথা ততটা গুরুতর নয়।  হ্যামস্ট্রিংয়ে ব্যথা। মাসংপেশী শক্ত হয়ে গেছে। দৌড়াতে পারছে না।

‘বৃহস্পতিবারের ম্যাচটিতে তিনি কি খেলবেন?’ এমন প্রশ্নে তিনি জানালেন, ‘আগামীকাল ওর ফিটনেস টেস্ট হবে। এরপর বলা যাবে।’

বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাইফউদ্দিন। ৪ ম্যাচে তার সংগ্রহ ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন তিনি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

 সারাবাংলা/এমআরএফ/পিটিএম

ইনজুরি টপ নিউজ সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর