দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরুর দাবি কেরামত আলীর
১৯ জুন ২০১৯ ২২:৪০ | আপডেট: ১৯ জুন ২০১৯ ২২:৪১
ঢাকা: পাটুরিয়া-দৌলতদিয়াতে দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু করার জোর দাবি জানিয়ে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেছেন, ‘দ্বিতীয় পদ্মাসেতুর সম্ভাব্যতা-সমীক্ষা হয়েছে। কি কারণে শুরু হচ্ছে না জানি না, অন্তত কাজটা শুরু করেন।’
বুধবার (১৯ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
এসময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের দিনের কার্যসূচি শুরু হয়।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নির্বাচনি পথসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও পুনরায় ক্ষমতায় আসলে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি সেদিন বলেছিলেন, ‘আপনারা জানেন পদ্মাসেতু নির্মাণ নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল। কিন্তু কোনো দুর্নীতি পায়নি তারা। আমরা নিজদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি। আমরা আবার ক্ষতায় এলে যদি প্রয়োজন হয় দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করবো। তবে আগে ওইটার (প্রথম পদ্মাসেতু) নির্মাণকাজ শেষ করতে হবে। এরপর দ্বিতীয়টা নির্মাণ করা হবে। এ জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।’
আজ সংসদে কাজী কেরামত আলী বলেন, ‘পদ্মাসেতু হচ্ছে। দ্বিতীয় পদ্মাসেতুর জন্য এই সংসদে প্রায়ই বলে থাকি। দিন চলে যাচ্ছে। সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপির) মাধ্যমে দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু করা হোক। এই সেতু করার জন্য অনেক দেশ প্রস্তাব দিয়েছে। কিন্তু কি কারণে হচ্ছে না আমি জানি না। সম্ভাব্যতা যাচাই যেহেতু হয়ে গেছে কাজটা অন্তত শুরু করা হোক। একদিনে তো আর শেষ হয়ে যাবে না। পাশাপাশি আরিচা-নগরবাড়ী-নাখালগাছী এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটে ব্রিজ নির্মাণের দাবি জানান।’
এছাড়া রাজবাড়ীতে শেখ হাসিনার নামে একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব করেন। এর জন্য ২০-৩০ বিঘা যা জায়গা লাগে তার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।
সারাবাংলা/এনআর/এমআই