Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনী প্রচারণা শুরু: আজ ময়মনসিংহ যাচ্ছেন এরশাদ


২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:০৮

হাসান আজাদ,স্পেশাল করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমেছে। পহেলা ফেব্রুয়ারি সিলেট থেকে দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই প্রচারণা শুরু করেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ এবং শনিবার (৩ ফেব্রুয়ারি) ও রোববার(৪ফেব্রুয়ারি) দিনাজপুরে নির্বাচনী সফর করবেন দলের চেয়ারম্যান। দলের একাধিক সিনিয়র নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সারাদেশে সাংগঠনিক ও নির্বাচনী সফর নিয়ে সিলেট থেকে মোবাইল ফোনে সারাবাংলা’কে বলেন, বৃহস্পতিবার আমরা সিলেটে থেকে পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে সারাদেশে সাংগঠনিক ও নির্বাচনী সফর শুরু করেছি। সিলেটের হরযত শাহজালাল (র:) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছি। শুক্রবার চেয়ারম্যান ময়মনসিংহ যাচ্ছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে আগে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ করার পরিকল্পনা আছে।

জাতীয় পার্টির একাধিক নেতা জানান, পার্টি চেয়ারম্যানের দিনাজপুর সফর শেষে সারাদেশের সাংগঠনিক সফরের নতুন দিনক্ষণ ঠিক করা হবে। রমজান শুরুর আগ পর্যন্ত এই সফর অব্যাহত থাকবে। তারা বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জয়ী হওয়ার পর সারাদেশে দলের নেতা কর্মীরা রাজনীতির মাঠে নেতাকর্মীরা সক্রিয় হয়েছে।

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ ফেব্রুয়ারি ৫ লাখ লোকের মহাসমাবেশ করার থাকলেও তা স্থগিত করা হয়েছে। এই কারণে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করতে সারাদেশে সাংগঠনিক সফর করা হচ্ছে। এই সফরের সময় পার্টির চেয়ারম্যান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। পাশাপাশি একাদশ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে সবুজ সংকেত দিবেন।

বিজ্ঞাপন

এদিকে আমাদের সিলেট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে হেলিকপ্টার যোগে সিলেট পৌঁছান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের,মহাসচিব রুহুল আমিন হাওলাদার,প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গাসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হেলিকপ্টার থেকে নেমে চেয়ারম্যান প্রথমেই সিলেট শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি থেকে তিনশ আসনেই প্রার্থী দেয়া হবে। এজন্য আগামীকাল (শুক্রবার) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবো।

স্থানীয় এক সংসদ সদস্য জানান, বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতারা সিলেট সিলেট জেলা ও মহানগর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। এসময় আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকমীদের নির্দেশ দেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

সিলেট হবিগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ মুনিম সারাবাংলা’কে বলেন, পার্টির চেয়ারম্যানের সিলেট সফরের কারণে সিলেটের দলের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ফিরেছে। চেয়ারম্যান বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের বার্তা নিয়ে জনগনের কাছে যেতে বলেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ নেতা-কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশও দেন।

সারাবাংলা/এইচএ/জেডএফ

এরশাদ নির্বাচনী প্রচারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর