Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু


১৯ জুন ২০১৯ ২২:১২

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে বিআরটিসির যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ যাত্রী। বুধবার (১৯ জুন) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরীয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- জেলা সদরের হাজিরহাওলা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ও ট্রাকচালক আবু বক্কর। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি গোলাম কিবরীয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস উপজেলার ডাসার থানার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসুদ ও ট্রাকচালক আবু বক্কর মারা যান।আহত হন কমপক্ষে ১৫ জন যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ আশাপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

সারাবাংলা/এমএইচ

বাস-ট্রাক সংঘর্ষ মাদারীপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর