‘বাজেট বাড়ানো ছাড়া স্বাস্থ্যখাতে উন্নতি করা খুব কঠিন’
১৯ জুন ২০১৯ ২২:২৪ | আপডেট: ২০ জুন ২০১৯ ০০:১১
ঢাকা: স্বাস্থ্যখাতে বাজেট বাাড়ানো ছাড়া এ সেক্টরে উন্নতি করা খুব কঠিন বলে মন্তব্য করেছেন ইন্টাপার্লামেন্টারি ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে এক শতাংশ করে হলেও স্বাস্থ্যখাতে বাজেট বাড়াতে হবে।’
বুধবার (১৯ জুন) রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশে মেডিসিন রির্সাচ কাউন্সিলে আয়োজিত এসডিজি বাস্তবায়নে ‘কমিউনিটি ক্লিনিক ও ইউনিভার্সেল হেলথ কাভারেজ বিষয়ক সংলাপ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, টেকনোলজিস্টস, যন্ত্রপাতিসহ পুরো হেলথ সিস্টেমকে শক্তিশালী করতে হবে। আমাদেরকে হেলথ সিস্টেমকে এগিয়ে নিতে হবে, তার জন্য ইউনভার্সেল হেলথ কাভারেজ-সকলের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর এটা সংবিধানে রয়েছে, স্বাস্থ্যনীতিতে রয়েছে, এটা আমাদের মৌলিক অধিকার, সব বক্তৃতা-বিবৃতিতে রয়েছে কিন্তু আসলেই কি রয়েছে, এমন প্রশ্ন করে ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘মাত্র ৩৩ শতাংশ মানুষ এই কাভারেজের অধীনে রয়েছে।’
‘দেশের ৬৭ শতাংশ মানুষের পকেট থেকে যায় চিকিৎসার খরচ, প্রায় ১ লাখ সরকারি চিকিৎসকের ঘাটতি রয়েছে, হেলথ কেয়ার প্রভাইডারের সংকট প্রকট। আর খরচ কমানোর কোনো বিকল্প নেই’—বলেন তিনি।
আমরা সেবা দিচ্ছি কিন্তু সেই সেবাটা মানসম্মত কি না সে প্রশ্ন করে তিনি বলেন, ‘কোয়ালিটি কেয়ার কি না এ প্রশ্ন সবসময় রয়েছে। আর এভাবে চলতে থাকলে স্বাস্থ্যসেবার খরচ বাড়বে। স্বাস্থ্যসেবার খরচ কমাতে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য বিমাসহ যেকোনো উপায়ে করতে হবে।’
‘সাসটেইনেবল ডেপেলপমেন্ট গোল নিশ্চিত করতে হলে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এর কোনো বিকল্প নেই’—বলেন তিনি।
অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মাদাচ্ছের আলীর সভাপতিত্বে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ বলেন, ‘বিশ্বে এমন কোনো সেক্টর নেই, যেখানে স্বাস্থ্য খাত জড়িত নয়। পুরো বিশ্ব জুড়েই এখন স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ রিপোর্টিং ইস্যু। একইসঙ্গে মানুষের জন্য কাজ করার সুযোগ স্বাস্থ্যখাত ছাড়া আর কোনো সেক্টরে এত কাজ করা যায় না।’
অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য বিষয়ক জ্যেষ্ঠ সাংবাদিক শিশির মোড়ল বলেন, ‘কমিউনিটি ক্লিনিক: হেলথ রেভ্যুলেশন ইন বাংলাদেশ’ নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বই রয়েছে, পরিকল্পনা কমিশনও কমিউনিটি ক্লিনিক নিয়ে একটি মূল্যায়ন করেছিল।
এছাড়া ইউনিভার্সেল হেলথ কাভারেজে ধারণা কি এটাই? এখনো সবার কাছে ধারণা পরিষ্কার নয় মন্তব্য করে শিশির মোড়ল বলেন, ‘স্বাস্থ্য খাতে বাজেট যদি না বাড়ানো যায় তাহলে আমরা অনেক জায়গায় আটকে যাবো অনেক অর্জন থাকার পরও, তাই বাজেট বাড়াতে হবে এর কোনো ব্যত্যয় নেই।’
সারাবাংলা/জেএ/এমআই