Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার করা হচ্ছে’


১৯ জুন ২০১৯ ২১:০৮

সংসদ ভবন থেকে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার করা হচ্ছে। এছাড়া দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউটদের মাধ্যমে প্রচারিত হচ্ছে।

বুধবার (১৯ ‍জুন) সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির সদস্য বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে টেলিভিশনের আধুনিয়কায়নে ১ হাজার ৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প নিয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য হাবিবা খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়নের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯৫ হাজার ২৩৩টি আবেদনে তথ্য সরবরাহ করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিটিভি বিটিভি ওয়ার্ল্ড বেসরকারি টিভি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর